জামিয়া নূরিয়ায় সফটওয়্যার ব্যবহারোপযোগী অফিস সংস্থাপন সম্পন্ন


  26 January, 2022          1881     Website Admin


সফটরিদম আইটি লিমিটেডের গ্রাহক প্রতিষ্ঠান, হযরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় সফটওয়্যারের মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন করার উপযোগী করে বিশেষায়িত অফিসরুম সংস্থাপন করা হয়েছে।


অত্যাধুনিক মডেলের ০৯টি কম্পিউটার, দৃষ্টিনন্দন টেবিল, স্বাস্থ্যসম্মত চেয়ার, পরিমিত আলোকসজ্জা সংবলিত অফিসে মনোরম পরিবেশে বসে মাদ্রাসার দায়িত্বশীলগণ তাদের প্রতিদিনের দাপ্তরিক কার্যক্রম চালাবেন। এর মধ্যে রয়েছে ভর্তি কার্যক্রম, ছাত্রদের ফি জমা নেয়া ও হিসাব সংরক্ষণ, মাদ্রাসার আর্থিক আয়-ব্যয়ের হিসাব তৈরী ও সংরক্ষণ, ক্লাস রুটিন, উপস্থিতি তথা তালিমাতের কার্যক্রম, পরীক্ষার রুটিন, আসন ব্যবস্থাপনা, নম্বর এন্ট্রি, ফলাফল তৈরী ও প্রকাশ সহ যাবতীয় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।


উল্লেখ্য, সফটরিদম আইটি লিমিটেড কর্তৃক মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাহায্যে ১৪৪১-৪২ ও ১৪৪২-৪৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম সূচারুরূপে সম্পন্ন হয়ে আসছে। স্বল্পতম সময়ে ফলাফল প্রকাশ সহ সংশ্লিষ্ট সকল কাজ কয়েকগুণ দ্রুততার সাথে সম্পন্ন করা যাচ্ছে। নতুন অফিস স্থাপনের মাধ্যমে মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রম সমূহকেও সফটওয়্যারের আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়ে নিয়ে এলেন মাদ্রাসা প্রশাসন।


সফটরিদম পরিবার মাদ্রাসার দ্বীনি শিক্ষার প্রসার ও আদর্শ মানুষ তৈরীর যাত্রাপথে শরীক থাকতে পেরে আনন্দিত।